খেলাঘর ডেস্ক
এর আগে এসএ গেমসের তৃতীয় দিন মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেশকে সোনা এনে দেন আল-আমিন। এর কিছুক্ষণ পরই মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে মারজানা আক্তার পিয়ার সোনা জয়ের খবর আসে। এবার সোনা জিতে নিলেন হোমায়রা আক্তার।
ফলে একদিনে তিনবার কাঠমান্ডুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও গর্বের লাল-সবুজ পতাকা উড়ানোর উপলক্ষ্য তৈরি হলো।
এর আগে গতকাল সোমবার তায়কোয়ান্দোতে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন দিপু চাকমা।
এদিকে মঙ্গলবার কারাতে থেকে দুটি রৌপ্য পদক এসেছে। পুরুষ একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জিতেছেন মোস্তফা কামাল। একই ইভেন্টে মেয়েদের বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে দেশকে রৌপ্য এনে দেন মাউন জেরা বর্ণা। এছাড়াও চলতি আসরে তায়কোয়ান্দোতে ৬টি ও কারাতে ইভেন্টে এখন পর্যন্ত ৭টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা