নতুন সড়ক আইন কার্যকরের ঘোষণা দিলেও দুইদিনে চোখে পড়েনি এর কোনো প্রয়োগ। আইন কার্যকরের প্রথম দু’দিন ছুটি থাকায় রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ কম রয়েছে। আবার অনেকেই নানা আশঙ্কায় গাড়ি বের করেননি। এদিকে পরিবহন খাতের বড় দুই সংগঠন আইনটি নিয়ে তাদের মতামত বিবেচনার পর তা প্রয়োগের দাবি জানাচ্ছে।
শনিবার (২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজউদ্দিন আহমেদ বলেন, ‘পর্যায়ক্রমে এ আইনাটি প্রয়োগ করা হবে। এখন কেবল লিখিত প্যাডে আইনটির কিছুটা প্রয়োগ শুরু করেছি আমরা। ট্রাফিক পুলিশের পজ মেশিনসহ (পয়েন্ট অব সার্ভিস) আনুষঙ্গিক বিষয়গুলো আপডেট করার প্রক্রিয়া চলছে।’
ট্রাফিক পুলিশ এখনও এ আইনটি নিয়ে মোটিভেশোল পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনেকেই এ বিষয়ে অবগত না হওয়ায় তাদের নতুন আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে।’
গণপরিবহন বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলেন, ‘আইনটি নিয়ে ব্যাপক প্রচার দরকার। তাছাড়া প্রয়োগের আগে অবকাঠামোগত বিষয় ঠিক করতে হবে। হঠাৎ প্রয়োগ করতে গেলে জটিলতার মুখে পড়তে হবে।’
তিনি বলেন, ‘দণ্ডের দিক থেকে আইনটি যুগোপযোগী হয়েছে। কিন্তু প্রয়োগের আগে প্রচার-প্রচারণা দরকার আছে।’