মার্ভেল এর হাই প্রোফাইল সকল কমিকবুক ক্যারেক্টারই ইতিমধ্যে লাইভ একশনে এসেছে টিভি বা সিনেমার পর্দায়, এবং এই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি জনপ্রিয় ক্যারেক্টার, মুন নাইট (Moon Knight) (Source)!
ভক্তদের অনেক বছরের প্রতিক্ষা এবং অনুরোধ এর পরে মার্ভেল কমিকস এর একটি জনপ্রিয় চরিত্র “মুন নাইট” একটি সিরিজ হিসেবে আসছে ডিজনী প্লাস এ। গত আগস্ট মাসে D23 অনুষ্ঠানে এই সিরিজ এর ঘোষনা দেয় মার্ভেল।
Marvel – Moon Knight (মুন নাইট)
১৯৭৫ সালে সর্বপ্রথম কমিকে আগমন ঘটে এই চরিত্রটির। গল্পের চরিত্রের নাম মার্ক স্পেক্টর, এবং ইজিপশিয়ান চন্দ্রদেবতা খংশু এর অবতারে পরিনত হবার পরেই Moon Knight হিসেবে রূপান্তরিত হন তিনি।
Moon Knight এর সকল শক্তি এবং সক্ষমতা চাঁদের আলোর বাড়াকমার উপর অনেকটাই নির্ভরশীল, এবং কমিক সিরিজের কাহিনীজুড়ে সে তার আর্চএনিমি বুশম্যান এর সাথে অসংখ্যবার সংঘাতে জড়ায়।
এই চরিত্রের জন্য মার্ভেল স্টুডিও এর পছন্দ ছিলো জ্যান এফ্রন এর মতো একজন ইহুদী অভিনেতার, কিন্তু খুব সম্ভবত আপকামিং “গার্ডিয়ান্স অফ দা গ্যালাক্সি ৩” এ “এডাম ওয়ারলক” চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি, কাজেই মুন নাইটের বেশে তাকে দেখতে পাবার সম্ভাবনা বেশ ক্ষীন। তবে মার্ভেল স্টুডিও মুন নাইট অর্থাৎ মার্ক স্পেক্টর এর রোলে এন্ড্রু গারফিল্ড, ড্যানিয়েল রেডক্লিফ, বা জোসেফ-গর্ডন-লেভিট – এদের যেকাউকে দেখতে পাবার ব্যাপারে বেশ গুঞ্জন চলছে।
Moon Knight সিরিজটি কবে ডিজনী প্লাস স্ট্রিমিং প্লাটফর্মে রিলিজ পাবে, সিরিজের প্লট কি হবে এবং কে হতে যাচ্ছে ডিরেক্টর এবং কাস্ট – এসবই এখনো একটি রহস্য। তবে আশা করা যায় খুব শীঘ্রই ভক্তরা তাদের প্রিয় কোন অভিনেতার মাধ্যমে তাদের প্রিয় এই কমিক বুক ক্যারেক্টারকে স্ক্রীনে দেখতে পাবে।