জুয়ার প্রস্তাবের খবর লুকিয়ে রাখার জন্য সাকিবকে ১৮ মাসের জন্য নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আইসিসি! সাকিবের সাথে জুয়ারীর কল রেকর্ড পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি!
দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচে সাকিব আল হাসান এর সাথে যোগাযোগ করেন এক জুয়াড়ি। জুয়াড়ির দেয়া অনৈতিক প্রস্তাব সাথে সাথেই প্রত্যাখ্যান করেন সাকিব, তবে আইসসির নিয়ম অনুযায়ী এই ব্যাপারটি আইসিসিকে জানাননি তিনি।
আইসিসির দুর্নীতি দমন কমিটি সম্প্রতি জুয়াড়িদের সংঘবদ্ধ চক্রের থেকে বেশকিছু কল রেকর্ড উদ্ধার করে, এবং সেখান থেকেই সাকিবের সাথে জুয়াড়ির ফোনালাপ এর রেকর্ড উদ্ধার করেন তারা।
ইতিমধ্যে জানা গেছে, এই ব্যাপারে নিজের ভুল স্বীকার করেছেন সাকিব। তিনি জুয়াড়ির প্রস্তাবে রাজী হননি, তাই ব্যাপারটিকে এতোটা গুরুত্ব দিয়ে দেখেননি এবং অফিশিয়ালি জানানোরও প্রয়োজন মনে করেননি।
১৮ মাসের জন্য নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন সাকিব আল হাসান!
এই অপরাধের শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা হতে পারে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত। তবে, যেহেতু সাকিব প্রস্তাব গ্রহন করেননি, সেজন্য আইসিসি এই ব্যাপারটিতে বেশ নমনীয় সাকিবের প্রতি। অজ্ঞাত এক সূত্র জানায়, সাকিবকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি।
জুয়াড়ির প্রস্তাব এর এই ব্যাপারটি এতোদিন নিজের মধ্যেই রেখেছিলেন সাকিব। পরবর্তীতে তিনি জাতীয় দলের সিনিয়র এক ক্রিকেটারকে বিষয়টি জানান।
এখনো আইসিসির তরফ থেকে অফিশিয়াল নোটিশ আসেনি, তবে এক-দুইদিনের মধ্যেই অফিশিয়াল নোটিশ ও প্রেস রিলিজ দিয়ে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারটি জানানো হবে আইসিসির তরফ থেকে।
জানা গেছে, নিজের সাজা কমানোর জন্য আইসিসির কাছে আবেদন করবেন সাকিব। সাকিবের সাথে বিসিবির পূর্ন সমর্থন রয়েছে বলে জানা গেছে, তবে মিডিয়ার সামনে সাকিবকে ঢালাওভাবে কথা বলতে নিষেধ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল ইসলাম পাপন।