বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাহিনুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া থেকে তাঁকে আটক করে শাজাহানপুর থানা-পুলিশ।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল আল মামুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আটক শাহিনুর ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন তিনি র্যাব-৬ খুলনা ক্যাম্পে কর্মরত। তাঁর কাছে পাওয়া ইয়াবা তিনি বিক্রির জন্য কাছে রেখেছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজীম উদ্দিন আজ মঙ্গলবার ঘটনার সততা নিশ্চিত করেছেন।